ভারতীয় সিনেমায় এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। গ্ল্যামারাস নায়িকা থেকে ব্যতিক্রম চরিত্র, সবেতেই প্রশংসা কুড়াচ্ছেন। গত ২৯ জুন মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’। যেটার গল্প মূলত শারীরিক সম্পর্ক ঘিরে। ফলে ছবিটিতে অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করতে হয়েছে তামান্নাকে।নিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও একসময় পরিবারের সঙ্গে বসে এরকম দৃশ্য দেখতে অস্বস্তি হতো বলে জানালেন তামান্না ভাটিয়া। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি সেরকম দর্শক ছিলাম যে, পরিবারের সঙ্গে বসে এরকম দৃশ্য দেখতে অস্বস্তি হতো। তখন আমি অন্য দিকে তাকিয়ে থাকা কিংবা মোবাইল ফোনে ব্যস্ত হওয়ার ভান করতাম। এ কারণে ক্যারিয়ারের লম্বা সময় পর্যন্ত আমি কোনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি।তবে সময় ও মানসিকতা দুটোই বদলেছে তামান্নার। এখন তিনি অনেক পরিণত ও সাহসী। তার ভাষ্য, ‘আমার সেই ভ্রম কেটে গেছে। তাই অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করছি এবং বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করছি।‘লাস্ট স্টোরিজ ২’ একটি অ্যান্থলজি বা অমনিবাস চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন কঙ্কনা সেন শর্মা, সুজয় ঘোষ, আর বালকি ও অমিত শর্মা। চারটি গল্পের এ ছবিতে তামান্না ছাড়াও অভিনয় করেছেন কাজল, অঙ্গদ বেদি, কুমুদ মিশ্র, ম্রুনাল ঠাকুর, নীনা গুপ্তা ও তিলোত্তমা সোম।এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘লাস্ট স্টোরিজ’। সেখানে ছিলেন কিয়ারা আদভানি, ভিকি কৌশল, রাধিকা আপ্তে, ভূমি পেড়নেকর, রনদীপ ঝাঁ প্রমুখ।
‘পরিবারের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য দেখতে অস্বস্তি হতো’
Advertisement