পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।সোমবার সকালে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ঢারকি শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনেরদেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এসময় রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে।স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।ঘোটকির এসএসপি উমর তুফাইল জানান, মিল্লাত এক্সপ্রেস ট্রেনের মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে ভারী যন্ত্রপাতির ব্যবস্থা করার চেষ্টা চলছে।ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ জানান, ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন। ট্রেনের বগিগুলি উল্টে যাওয়ার কারণে উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।তিনি জানান, উদ্ধারকারী ট্রেন রোহরি থেকে ছেড়ে এসেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল তাদের কাজ করছে। তবে উদ্ধারকাজে সময় লাগেবে।জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলার সব ডাক্তার এবং প্যারামেডিকেল কর্মীদের ডেকে আনা হয়েছে।
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
Advertisement