পাকিস্তান সফরে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

ব্রিট বাংলা ডেস্ক :: ব্রিটেনের ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন পাঁচ দিনের সফরে পাকিস্তান গেছেন। সোমবার সন্ধ্যায় তাদের বহনকারী বিমান রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটিতে অবতরণ করে। মঙ্গলবার তারা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেন। ইমরান খান তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। ইমরান খান প্রিন্স উইলিয়ামের মা ডায়ানার বন্ধু। খবর ডনের

ডায়ানা ১৯৯৬ এবং ১৯৯৭ সালে ক্যান্সার হাসপাতাল নির্মাণে তহবিল সংগ্রহের জন্য দুইবার পাকিস্তান সফর করেন। সর্বশেষ ২০০৬ সালে প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস তার স্ত্রী ক্যামিলাকে নিয়ে পাকিস্তান সফর করেছিলেন। প্রধানমন্ত্রীর আগে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাত্ করেন।

কেট মিডলটন এসব সাক্ষাতে স্থানীয় ডিজাইনারদের তৈরি কুর্তা পরিধান করেন। এই সফরে তারা মানসিক স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র বিমোচনের ওপর গুরুত্ব দিচ্ছেন। গতকাল সন্ধ্যায় রাজদম্পতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। তারা অটোরিক্সা যোগে সেখানে যান। এর আগে তারা স্কুল পরিদর্শন করেন।

Advertisement