পাক-আফগান সীমান্তে হামলা, ৫ পাক সেনা নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: পাক-আফগান সীমান্তের কাছে পৃথক দুই হামলায় অন্তত ৫ পাক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এছাড়া হামলায় বেসামরিক এক নারীও নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তবর্তী দির ও ওয়াজিরিস্তানে অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালায়। হামলায় দির অঞ্চলে ৪ সেনা নিহত হয় এবং ওয়াজিরিস্তানে ১ সেনা নিহত হয়েছে।

এছাড়া আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, পাক সেনাদের পাল্টা জবাবে ২ হামলাকারী নিহত হয়েছে।

Advertisement