ব্রিট বাংলা ডেস্ক :: নতুন বছরে পারমাণবিক অস্ত্র বিষয়ক কর্মসুচির উন্নয়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতেই নতুন কৌশলের অস্ত্র চালু করবে তার দেশ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেসিএনএ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। দেশটির সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ আলোচনা নতুন করে শুরু করার এক বছরের সময়সীমা মিস করেছে যুক্তরাষ্ট্র। তারপরই তিনি এমন ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্র ‘গ্যাংস্টারের মতো দাবি’ করছে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া অব্যাহত রাখা। অত্যাধুনিক অস্ত্র অনুমোদন, অবরোধ।
তাই স্বঘোষিত পারমাণবিক এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা নেই বলে মনে করে তারা।
উল্লেখ্য, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নীতিনির্ধারণী কমিটির বিরল চারদিনের সম্মেলন আহ্বান করেছেন কি জং উন। শনিবার থেকে শুরু হয় এই মিটিং। বলা হয়েছে, সমঝোতার আলোচনায় ছাড়া দেয়ার জন্য বার বার তিনি কল করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয় নি। ফলে সময়সীমা এমনিতেই শেষ হয়ে গেছে। এমন অবস্থার প্রেক্ষিতে তিনি ওই বেঠক আহ্বান করেন। কিম জং উন প্রতিজ্ঞা প্রকাশ করেন যে, পারমাণবিক অস্ত্র উন্নয়নে তারা আরো অগ্রসর হবেন। তবে আলোচনার জন্য দরজা উন্মুক্ত থাকবে। তবে এসব নির্ভর করবে যুক্তরাষ্ট্রের যথাযথ সহযোগিতার ওপর।