ব্রিট বাংলা ডেস্ক : বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার-এর থার্টিন্থ হুসার্স মুক্ত রোভার স্কাউট গ্রুপের চারজন গার্ল-ইন-রোভার স্কাউটস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছিয়েছে। শুক্রবার দুপুরে পায়ে হেটে তারা টুঙ্গিপাড়া পৌঁছায়।
গত ১৬ নভেম্বর ঢাকার জিরো পয়েন্ট থেকে তারা পায়ে হেটে রওনা হয়ে মাওয়া ফেরী পার হয়ে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেন। রোভার প্রোগ্রাম অনুযায়ী পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য তারা এই পথ পরিভ্রমণ করেন।
পরিভ্রমনকারীরা হলো, জাকিয়া ইলানুর, সাদিয়া আফরিন মীম, নাবিলা নাজ আমিন এবং মুবতাসিম ইসলাম নির্জন। তারা ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত।
Advertisement