পিপলস ভোটের ক্যাম্পেইনে ১ মিলিয়ন পাউন্ড দান করলেন সুপার ড্রাইয়ের মালিক : Brexit vote campaign gets £1m from Superdry co-founder

ব্রিটবাংলা ডেস্ক : ব্রেক্সিট ডিল নিয়ে পুনরায় গণভোটের ক্যাম্পেইনে ১ মিলিয়ন পাউন্ড দান করেছেন ফ্যাশন কোম্পানী সুপারড্রাইয়ের এক প্রতিষ্ঠাতা। সুপার ড্রাইয়ের কো-ফাউন্ডার ধনকুবের জুলিয়ান ডানকারটন মনে করেন, ব্রেক্সিট ইস্যুতে আরো একটি রেফারেন্ডামের মাধ্যমে ঘুরে দাঁড়াবার এখনো সময় আছে। এ কারণেই তিনি পিপলস ভোট ক্যাম্পেইনে আর্থিক সমর্থন দিচ্ছেন।

২০১৬ সালের ইইউ রেফারেন্ডামের ফলাফল অনুযায়ী, ২০১৯ সালের ২৯শে মার্চ ইউকেকে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করতে হবে। ইইউ ছাড়লেও কাস্টম েইউনিয়ন এবং সিঙ্গেল মার্কেটে থাকার পক্ষে মত দিচ্ছেন ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। কিন্তু এই বিষয়টিতে ইইউর সঙ্গে কোনো ধরনের সমঝোতায় আসতে পারছে না সরকার। নো ডিল নিয়েই ইইউ ছাড়া পক্ষে সরকারের প্রস্তাব অর্থাৎ ব্রেক্সিট ডিল পাশ করানোর প্রচেষ্টা চলছে। অন্যদিকে ইইউতে থাকার পক্ষের অংশ বলছে, ইইউ ছাড়তে হলেও সিঙ্গেল মার্কেট এবং কাস্টম ইউনিয়ন থেকে যতোটা সম্ভব বাণিজ্যিক সুবিধা নিয়েই বের হওয়া বরং ভালো। তবে সরকারের প্রস্তাবে সঙ্গে ঐকমত্যে পৌঁছে কোনো ধরনের সুবিধা দিতে রাজি হচ্ছে না ইইউও। যদিও সরকারের প্রস্তাবিত ব্রেক্সিট ডিল নিয়ে অর্ন্তদ্বন্দ্বের ফলে প্রধানমন্ত্রী থেরিজা মের কেবিনেট থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট সেক্রেটারী ডেভিড ডেভিস এবং ফরেন সেক্রেটারী বরিস জনসন। তাই বিতর্কিত ব্রেক্সিট ডিলের উপর প্রয়োজনে আরো একটি গণভোট বা রেফারেন্ডামের দাবী উঠেছে। বিভিন্ন মহল থেকে এ নিয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে। এই দাবীর প্রতি সমর্থন আছে ক্ষমতাসীন এবং বিরোধী দলীয় বিপুল সংখ্যক এমপিদেরও। আগামী অক্টোবরে এনিয়ে পার্লামেন্টে ভোটাভোটি হবার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে এরিমধ্যে লেবারপার্টিকসহ বিভিন্ন রাজনৈতি এবং অরাজনৈতিক সংগঠন ক্যাম্পেইন শুরু করেছে।

এই ক্যাম্পেইন আর্থিক সহায়তা দিয়ে সুপার ড্রাইয়ের কো-ফাউন্ডার জুলিয়ান বলেছেন, তিনি মনে করেন বিশ বছর আগে ব্রেক্সিট হলে তাদের ব্যবসা বিশ্বব্যাপি এতো সুনাম কুড়াতে পারতো না। তার দানকৃত অর্থ পিপলস ভোটের পক্ষে মতামত আদায়ের জন্যে করা হবে।

যদিও কট্টর ব্রেক্সিট সমর্থক কনজারভেটিভ পার্টির এমপি পিপলস ভোট ক্যাম্পেইন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। অন্যদিকে ইউকিপের সাবেক লিডার নাইজেল ফারাজে মনে করেন, নতুন করে আরো একটি রেফারেন্ডাম ইইউ রেফারেন্ডামের আগের ফলাফল বদলাতে পারবে না।

One of the co-founders of the fashion label Superdry has donated £1m to the campaign for another EU referendum.

Multi-millionaire Julian Dunkerton said he was backing the People’s Vote campaign because “we have a genuine chance to turn this around”.

The People’s Vote, a cross-party group including some MPs, want a public vote on the final Brexit deal.

The government has ruled out another referendum after Britain voted to leave the EU in June 2016.

The UK is on course to leave the EU on 29 March next year.

Mr Dunkerton said he believes the brand he co-launched “would never have become the global success that it did” if Brexit had happened 20 years earlier.

His donation, the largest received by the People’s Vote, will go towards funding opinion polls.

However, Conservative MP Andrew Bridgen – a leading Brexit backer – said the People’s Vote campaign was not about democracy.

The former UKIP leader, Nigel Farage, said that he doubted another public vote would reverse the referendum result.

The People’s Vote campaign is hoping to get enough MPs, including the Labour leadership, to back a referendum on the deal Prime Minister Theresa May strikes with Brussels, which is due to be put to a vote in Parliament in October.

They have organised a number of events over the summer to step up pressure on MPs.

Hundreds of people attended a rally in Edinburgh’s Festival Square on Saturday in support of the campaign.

Advertisement