ব্রিট বাংলা ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারে পতন এর সব পথ বন্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে সার্কিট ব্রেকার সংক্রান্ত এক পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী বিগত পাঁচ দিনের কোন কোম্পানির শেয়ার মূল্য ধরে গড় মূল্য নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত মূল্যের চেয়ে কোন কোম্পানির শেয়ার দাম নিচে নামতে পারবে না। তবে কমিশন নির্দেশিত সার্কিট ব্রেকার অনুযায়ী কোম্পানির শেয়ার দাম বাড়তে পারবে।
কমিশনের এ নির্দেশনার পর বেলা দুইটায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এটা দেখা যায় শেয়ার কেনার চাপে পুঁজিবাজারে মূল্যসূচক ব্যাপক উত্থান ঘটে। বেলা আড়াইটা পর্যন্ত তথ্যে দেখা যায় শেয়ার কেনার চাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৩৭১ পয়েন্ট বৃদ্ধি পায়, শতকরা হিসেবে এই বৃদ্ধির হার ১০.২৯ শতাংশ।