ব্রিট বাংলা ডেস্ক :: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সোইগুর সঙ্গে আলাপকালে মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন কুর্দিশ এসডিএফ প্রধান মজলুম আবদি।
তিনি বলেন, সীমান্তে টহল দিতে সিরীয় বাহিনী ও রাশিয়ার সামরিক পুলিশকে সহায়তা করবে কুর্দিশ যোদ্ধারা। রুশ গণমাধ্যম আরটির খবরে এমন তথ্য জানা গেছে।
একটি ভিডিও লিংকের মাধ্যমে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা ও সেনাপ্রধানের সঙ্গে সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেসের(এসডিএফ) আলোচনা হয়েছে বুধবার।
এসময় রুশ কর্মকর্তাদের সঙ্গে উত্তর সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন এসডিএফ প্রধান। রুশ সামরিক পুলিশ ও সিরীয় সেনা ইউনিটসের প্রতি তিনি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।
মজলুম আবদি বলেন, বর্তমানে বিভিন্ন স্থানে রাশিয়ার সামরিক পুলিশ ও সিরীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা তাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছি।
কুর্দিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসডিএফ প্রধান।
ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে সই হওয়া চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন মজলুম আবদি ও সোইগু।
এসময় রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেসামরিক লোকজনকে বাড়িঘর ছেড়ে কোথাও যেতে হবে না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।