‘পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প’

ব্রিট বাংলা ডেস্ক : রাশিয়ার সচিবালয় ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তা ইউরি উসাকভ দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকের কথা বলেছিলেন।

কিন্তু বর্তমানে কূটনীতিক বহিষ্কার নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে সেই বৈঠকের দিন ঠিক করা সম্ভব হয়নি। গত মাসে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পুতিনকে টেলিফোন করে অভিনন্দন জানান ট্রাম্প। তখন তিনি হোয়াইট হাউসে পুতিনকে আমন্ত্রণ জানান।

এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, আমন্ত্রণের বিষয়টি তার জানা নেই। তবে তারা ওয়াশিংটনসহ যে কোনো স্থানে বৈঠক করার বিষয়ে কথা বলেছিলেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান। – রয়টার্স

Advertisement