পুলিশের বিশেষ অভিযানে লন্ডনে ২০ জন গ্রেফতার : ৯০টি গাড়ি জব্দ

ব্রিটবাংলা ডেস্ক : ইনস্যুরেন্স বিহীন এবং বিপজ্জনক গাড়ি চালানোর অভিযোগে লন্ডনে ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেফতার করেছে মেট পুলিশ। ড্রিঙ্ক এন্ড ড্রাগ ড্রাইভ, পলাতক আসামী, ড্রাগ ডিলার, ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহারসহ দ্রুত গতিতে বিপজ্জনক ড্রাইভিং ইত্যাদি অভিযোগে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। একই সঙ্গে জব্ধ করা হয়েছে ইন্স্যুরেন্সে বিহীন প্রায় ৯০টি গাড়ি। গাড়ি দুর্ঘটনা প্রতিরোধে লন্ডন মেয়র সাদিক খানের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গত বুধবার মেট পুলিশ এবং টিএফএল যৌথভাবে এই অভিযান চালিয়েছে।

Advertisement