পেরুতে বাস খাদে, নিহত ১৯

ব্রিট বাংলা ডেস্ক :: পেরুর উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পেরুর জাতীয় পুলিশ। খবর জিনহুয়া’র।

পুলিশ জানিয়েছে, বাসটি রাজধানী লিমা থেকে ৫’শ ৫৭ কি.মি. উত্তরে ট্রুজিলো শহরে যাচ্ছিল। পার্বত্য শহর ওৎজুকোর কাছাকাছি আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে অন্তত ৩’শ মিটার গভীর খাদে গিয়ে পড়ে।

পুলিশ ধারণা করছে ঘন কোঁয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্যারামেডিক এবং দমকল বাহিনীর সদস্যরা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ট্রুজিলো শহরের হাসপাতালে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার রাস্তাগুলো সমুদ্রপৃষ্ঠ হতে দুই থেকে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত। ফলে এই এলাকায় প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে।

Advertisement