দক্ষিণ ভারতের ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শ্রিয়া সরণের। এরপর একে একে সেখানকার অনেক ছবিতে অভিনয় করেন। সেখান থেকে বলিউডেও নিয়মিত হন তিনি। বেশ কয়েকটি আলোচিত ছবিতে অভিনয় করে সফলতা পান শ্রিয়া। সম্প্রতি নতুন এক কা- ঘটিয়ে আলোচনায় এলেন তিনি। গত বছর মার্চেই তিনি বিয়ে করেছিলেন রাশিয়ান বয়ফ্রেন্ড অ্যান্দ্রেই কসচিভকে। কিন্তু এই দম্পতিকে প্রকাশ্যে সচারাচর দেখতে পাওয়া যায় না। বুধবার মুম্বইয়ে রমেশ তৌরানির দীপাবলির পার্টিতে উপস্থিত ছিলেন শ্রিয়া ও আন্দ্রেই।
সেখানেই আলোকচিত্রীদের সামনে ধরা দিলেন তারা। শুধু তাই নয়, ক্যামেরার সামনেই প্রকাশ্যে চুম্বনও করলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গেল সেই পোস্ট। ভিওিটিতে শ্রিয়াকে দেখা যাচ্ছে সাদা রঙের লেহেঙ্গা ও লাল টিপ পরে। আর আন্দ্রেই পরেছিলেন ফর্মাল পোশাক। এই পোশাকেই ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তারা। পোজ দিতে দিতে আন্দ্রেইকে চুম্বন করতে ঠোঁট এগিয়ে দেন শ্রিয়া। কিন্তু আন্দ্রেই লজ্জা পেয়ে যান সে সময়। এর পর লিফটে ওঠার সময় আন্দ্রেইকে চুম্বন করেন শ্রেয়া। এই ঘটনার ভিডিও বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আবার শেয়ারও করেন শ্রিয়া। তার পরই ভাইরাল হয় এটি। তবে ছবিটির বিপরীতে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে কমেন্ট বক্সে। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ করেছেন সমালোচনাও।