প্রকাশ পেলো রানির সেই `অপ্রকাশিত’ ছবি

অবশেষে প্রকাশ পেলো রানির সেই `অপ্রকাশিত’ ছবি। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের একটি বিরল ছবি প্রকাশ করেছে ব্রিটিশ রাজপরিবার। প্রয়াত রানির ছবিটি ব্রিটিশ রাজপরিবার তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে। ছবিটির সঙ্গে শেক্‌সপিয়ারের হ্যামলেটের একটি লাইন যুক্ত করা হয়েছে।জানা যায় ছবিটি তোলা হয়েছিল ১৯৭১ সালে স্কটল্যান্ডের বালমোরালে। বালমোরাল রানির প্রিয় জায়গা ছিল বলে মনে করা হয়। সাধারণত গ্রীষ্মকালীন অবকাশ তিনি সেখানেই কাটাতেন।

Advertisement