ব্রিট বাংলা ডেস্ক :: কোনো প্রটোকল ছাড়াই রেলস্টেশনে দাঁড়িয়ে আছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভন দ্য ব্যালন। রাজধানী ভিয়েনার রেলস্টেশন থেকে তোলা এই ছবিটি সামাজিকমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে।
জানা গেছে, রেলস্টেশনে প্রেসিডেন্ট আলেকজেন্ডার দাঁড়িয়ে ছিলেন ইতালি যাওয়ার ট্রেনের অপেক্ষায়।
অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ইতালি যাওয়ার আগে ২২ নভেম্বর ছবিটি তার ভেরিভায়েড ফেসবুক ও টুইটারে পোস্ট করেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘মেরানোতে (ইতালি) যাচ্ছি। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও সাউথ টাইরল প্রদেশের গভর্নর আরনো কমপ্যাটচারের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা সাউথ টাইরল প্যাকেজের ৫০ বছর পূর্তি উদযাপন করব।’
প্রেসিডেন্টের পাশে কোনো প্রটোকল নেই। নিজেই বয়ে বেড়াচ্ছেন নিজের লাগেজ। এমন দৃশ্যে প্রেসিডেন্টকে দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা।
কেউ কেউ বলছেন, প্রেসিডেন্টকে এমনই হওয়া উচিত। আবার কেউ বলেছেন, যেখানে বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তা বডিগার্ড ও প্রটোকল নিয়ে চলাফেরা করেন সেখানে এই প্রেসিডেন্টের লাগেজ বহন করার মতো কেউ নেই।