প্রথমবারের মতো যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

ব্রিট বাংলা ডেস্ক :: প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। এই যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে তারা ঢাকা ছাড়বেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

Advertisement