প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি হতে পেরে গর্বিত : ডলি

ব্রিট বাংলা ডেস্ক :: ‘প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। আমার নির্বাচনে জয়ের পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই’। কানাডার অন্টারিও পার্লামেন্টে গত শুক্রবার প্রথমবার বক্তব্য প্রদানকালে এ কথা বলেন ডলি বেগম।

অন্টারিও পার্লামেন্টের নতুন স্পিকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ডলি তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই স্কারবোরো সাউথওয়েস্ট-এর জনগণকে যারা আমাকে এই সংসদে তাদের বক্তব্য তুলে ধরতে নিরলস কাজ করেছেন। আমি আমার পরিবার, বন্ধু-স্বজন এবং চমৎকার কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা মাসের পর মাস আমার ক্যাম্পেইনের জন্য এবং এই ইতিহাস গড়ার ক্ষেত্রে অবদান রেখেছেন।’

দলের সর্ব কনিষ্ঠ ২৭ বছর বয়স্ক এমপিপি ডলি বলেন, ‘প্রথম বাংলাদেশি কানাডিয়ান হিসেবে কানাডার এই পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হতে পেরে আমি গর্বিত।’ এ সময় ডলির দলের অন্য সংসদ সদস্যরা তাকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।

অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ডের বক্তব্যে ইমিগ্রান্টদের স্বপ্নের প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন কানাডায় প্রথম বাংলাদেশি এমপিপি ডলি বেগম। তিনি বলেন, পার্লামেন্টে দেওয়া প্রিমিয়ারের বক্তব্যে একতাবদ্ধতা, পরিবেশ, নিরপেক্ষতা এবং ইমিগ্রান্টদের স্বপ্নের প্রতিফলন ঘটেনি।

উল্লেখ্য, গত ৭ জুনের প্রাদেশিক নির্বাচনে তিনি স্কারবোরো সাউথ-ওয়েস্ট আসনে বাঘা-বাঘা এমপিপিদের বিপুল ভোটে হারিয়ে ডলি বিজয় অর্জন করেন ডলি।

গত ১১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর গত ১৭ জুলাই কুইন্স পার্ক পার্লামেন্ট ভবন চত্বরে ডলির দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের শপথগ্রহন পরবর্তী অনুষ্ঠান উদযাপন করে। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Advertisement