প্রদর্শিত হবে প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাক

৪০ বছর আগে বিয়ের দিনে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা যে পোশাকটি পরেছিলেন সেটি প্রদর্শিত হতে যাচ্ছে। তার সাবেক বাসভবন কেনিংসটন প্রাসাদে প্রদর্শিত হবে পোশাকটি। ডায়ানার দুই সন্তান ডিউকস অব কেমব্রিজ ও সাসেক্স প্রদর্শণীর জন্য পোশাকটি ধার দিয়েছেন। ডায়ানার বয়স ৬০ বছর পূর্তির এক মাস আগেই এই প্রদর্শণী শুরু হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।১৯৮১ সালে প্রিন্সেস ডায়ানার বিয়ের অনুষ্ঠানের জন্য পোশাকটির নকশা করেন ডেভিড এবং এলিজাবেথ ইমানুয়েল। গাউনটির পেছনে ২৫ ফুট লম্বা ঝুলানো অংশ রয়েছে। যাতে ভরে গিয়েছিলো সেন্ট পল ক্যাথিড্রালের করিডোর।প্রদর্শণীটির আয়োজক প্রতিষ্ঠান রয়্যাল স্টাইল ইন দ্য মেকিং বলছে, বিয়ের ইতিহাসে আজও সবচেয়ে প্রসিদ্ধ পোশাকগুলোর একটি ডায়ানার ওই গাউনটি। এতে ১৯৮০ দশকের শুরুর ফ্যাশন ধরা পড়েছে।প্রদর্শনীতে দেখানো একটি ভিডিওতে এলিজাবেথ ইমানুয়েল সেই মুহূর্তের কথা স্মরণ করেছেন যখ ডায়ানা এবং তার স্বামী তাকে ফোন করে পোশাকটি তৈরি করতে বলেন। তিনি বলেন, ‘এটা ছিলো সেই অদ্ভূত মুহূর্তগুলোর একটি যখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবন আর আগের মতো থাকবে না।’বিয়ের পোশাক ছাড়াও প্রিন্স উইলিয়াম ও হ্যারি মায়ের অন্যান্য পোশাকও প্রদর্শণীর জন্য ধার দিচ্ছেন। জনসাধারণের জন্য প্রদর্শণীটি ৩ জুন থেকে শুরু হয়ে ২০২২ সালের শুরু পর্যন্ত উন্মুক্ত থাকবে।

Advertisement