প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, আদালতে তারেক রহমানের নামে অভিযোগ

ব্রিট বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আদালতে একটি অভিযোগ জমা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এ অভিযোগ দেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

অভিযোগটি মামলায় রূপান্তরিত হবে কিনা সে ব্যাপারে নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বিচারক। তারেক রহমান ছাড়াও আরও ১০ জনের নামে একই অভিযোগ করা হয়েছে।

Advertisement