জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক পুত্র, এক কন্যা ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদজুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে ইন্তেকাল করেন।হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শুক্রবার বাদ জুমা হামিদারর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর সকাল ১০টায় বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা আর নেই
Advertisement