প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের অপেক্ষায় রয়েছেন চা-শ্রমিকরা। শনিবার বিকাল ৪ টায় দেশের চারটি ভেন্যু থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে এই ভিডিও কনফারেন্স শুরু হবে।এজন্য হাজারো চা-শ্রমিকরা অধির আগ্রহে চেয়ে আছেন। মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগান ধলই ক্লাব মাঠ থেকে জেলার ৯২টি চা বাগান শ্রমিকরা অংশ নিচ্ছেন।এছাড়া হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগান, সিলেটের লাক্কাতুড়া চা বাগান ও চট্রগ্রামের ফটিকছড়ির কর্ণফুলী চা বাগান থেকে এই ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ২০ দিন কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১৭০ টাকা মজুরিতে কাজে ফিরেন তারা।দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯ অগাস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ১৩ অগাস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।আন্দোলনের ১৯তম দিন ২৭ অগাস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ)সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের পর নতুন মজুরির ঘোষণা আসে। এরপর শ্রমিকরা নিজ নিজ বাগানে কাজে ফিরেছেন।
Advertisement