প্রবাসীদের পাসপোর্ট নবায়ন জটিলতা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

প্রবাসীদের পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে নানা জটিলতা কমাতে দূতাবাসগুলোকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।ইতালির রাজধানী রোমে জালালাবাদ এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনায় তিনি এ নির্দেশ দেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টে বয়স কমানোসহ প্রবাসীদের অন্যতম দাবি পূরণেও ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বিমানের সরাসরি ফ্লাইট চালু করার ব্যবস্থা নেয়া হচ্ছে।এ কে আব্দুল মোমেন বলেন, প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতিকে সচল রেখেছে। ফলে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নজর দিতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রবাসীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

Advertisement