প্রবাসীরা নিঃস্বার্থভাবে দেশকে দিয়েই যাচ্ছেন: নিউইয়র্কে সাংবাদিক নবেল

সিলেট অফিস :: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল। দেশটির নিউইয়র্কে সাংবাদিক নবেলের সম্মানে গত রবিবার রাতে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (ইনক)। স্থানীয় বাংলা গার্ডেন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন’র সিলেট ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম চৌধুরী নবেল বলেন, প্রবাসীরা নিঃস্বার্থভাবে দেশকে শুধু দিয়েই যাচ্ছেন। বিনিময়ে তারা কিছুই নিচ্ছেন না। প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভিতকে মজবুত করতে সাহায্য করছেন।

সাংবাদিক নবেল আরো বলেন, সুন্দর আগামী গড়তে বর্তমানে দেশে মাদক, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে সবার স্বাগত ও সমর্থন জানানো উচিত। কোনো বাধাবিপত্তি যাতে বাংলাদেশের অগ্রগতি রোধ করতে না পারে, সেজন্য সাংবাদিকদের কলম ও জনতার মুখের প্রতিবাদের আওয়াজকে জাগ্রত রাখতে হবে।

ইনক-এর সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু।

সভায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দর রব দলা মিয়া, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহিদ, ব্রঙ্কসের ‘বাঙালি কলম্বাস’ খ্যাত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল বাসির খান, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ।

সভায় বক্তব্য রাখেন জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, হৃদয়ে বাংলাদেশ-এর সভাপতি সাইদুর রহমান লিংকন, বাকা’র সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহেল আহমদ, ধর্ম ও সমাজসেবা সম্পাদক এম ডি আলাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি জাকির আহমদ, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, কবি রেহানুজ্জামান রেহান, সহসাধারণ সম্পাদক কবি মাকসুদা আহমেদ, ফটো সাংবাদিক মুহতাসিম বিল্লা তুষার, ফয়সল আহমেদ, কবি হাবিব ফয়েজী, বদরুজ্জামান রুহেল, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, সামাদ মিয়া জাকের প্রমুখ।

মতবিনিময়র সভার শুরুতে সিলেটভিউ২৪ডটকম-এর সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া আয়োজকরা তাঁকে সম্মাননা স্মারকও প্রদান করেন।

Advertisement