প্রবাসী বালাগন্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট এর ত্রি বার্ষিক সাধারণ সভা লন্ডনস্থ Mumbai square -এ অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি বদরুল ইসলাম এর সভাপতিত্বে সংগঠনের ত্রি বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ ।
সভায় নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয় । বক্তব্য রাখেন নেসার আলী সমসু , কবির উদ্দিন, মোহাম্মদ আলী সাইস্হা, আজাদ বখত চৌধুরী , মশিউর রহমান মসনু, তোফায়েল আহমেদ তোফা , আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান মিরু, আনছার মিয়া, এম খান মানিক, মোহাম্মদ আয়াস, সারজন খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
নবনির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাকালিন সময় থেকে যারা সভাপতি সম্পাদক ও ট্রেজারার ছিলেন তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
Advertisement