প্রস্তাবিত ব্রেক্সিট বিল নিয়ে বিপাকে পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দীর্ঘ প্রায় ৩১ বছর শনিবার পার্লামেন্ট অধিবেশন বসলেও সেখানে বিল পাশ করাতে পারেননি প্রধানমন্ত্রী। একটি সংশোধনী বিলের উপর এমপিদের ভোটে পরাজিত হন তিনি। সোমবারও পার্লামেন্টে উত্থাপনের চেষ্টা করে ব্যর্থ হন প্রধানমন্ত্রী। স্পীকার বলেছেন, পাশ হওয়া সংশোধনী প্রস্তাবে যা বলা হয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই প্রধানমন্ত্রীর বিলের উপর এমপিদের ভোটাভুটির সুযোগ দেওয়া হবে।
এদিকে সোমবার রাতে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবিত উইথড্রয়াল এগ্রিম্যান্ট বিল বা ব্রেক্সিট বিল প্রকাশ করা হয়েছে। এই বিলের উপর তিনদিন বিতর্ক করবেন এমপিরা। বিতর্ক শেষে অনুষ্ঠিত হবে ভোটাভুটি। এমপিদের ভোটে পাশ হওয়ার তা আইনে পরিণত হবে।
পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত বিল পাশ করাতে ব্যর্থ হলে অথবা একের পর এক সংশোধনী প্রস্তাবের মুখে ৩১ শে অক্টোবর ব্রেক্সিটে ব্যর্থ হলে সরকার সাধারণ নির্বাচনে দিকেই চলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।