প্রাইভেট ডাক্তারের কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ : দল থেকে বরখাস্ত হলেন কাউন্সিলর জামিলা আজাদ

ব্রিটবাংলা ডেস্ক : প্রাইভেট ডাক্তারের মাধ্যমে করোনা ভ্যাকসিন গ্রহণের পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন অক্সফোর্ড সিটি কাউন্সিল এবং অক্সফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিলের কাউন্সিলর জামিলা আজাদ। তিনি উভয় জায়গায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে এক ফেইসবুক পোস্টে একজন প্রাইভেট ডাক্তারের অধিনে ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রাইভেট ডাক্তারের কাছ থেকে করোনা ভ্যাকসিন গ্রহণের অভিযোগে কাউন্সিলর জামিলা আজাদকে সাময়িকভাবে দল থেকে বহিস্কার করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লেবার পার্টি। এ বিষয়ে কাউন্সিলর জামিলা আজাদ সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করেননি। তবে তার পরিবারের  সদস্যরা দাবী করেছেন কাউন্সিলর জামিলা এনএইচএসের তত্ত্বাবধানেই ভ্যাকসিন গ্রহণ করেছেন।
উল্লেখ্য হেলথ এন্ড সোসাল কেয়ার বিভাগের তথ্য অনুযায়ী এনএইচএসের বাইরে কারো কাছ থেকে করোনা ভ্যাকসিন গ্রহণ করা ইংল্যান্ডে বেআইনি।

Advertisement