ব্রিটবাংলা রিপোর্ট : পাইলট সংকটের ফলে ইউকে ও ইউরোপের বিভিন্ন রুটে আগামী সামার পর্যন্ত কয়েক হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে আইরিশ এয়ারলাইন্স রেইনার। চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন রুটে প্রায় ১৮ হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে রেইনার এয়ারলাইন্স। তাতে প্রায় ৪০ হাজার যাত্রী ভোগান্তিতে পোহাবেন বলে ধারণা করা হচ্ছে। ইউকের অভ্যন্তরিন রুট স্ট্যানস্টেড থেকে এডিনবারা, গ্লাসগো এবং গ্যাটউইক থেকে বেলফাস্ট, নিউক্যাসল থেকে ফ্যারোগামি ফ্লাইটসহ প্রায় ৩৪টি রুটের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে রেইনার। এর আগে সেপ্টেম্বরের প্রথম দিকে থেকে অক্টোবর পর্যন্ত আরো প্রায় ৫০টি ফ্লাইট বাতিল করে রেইনার এয়ারলাইন্স। তবে যেসব রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, সেবসব রুটের যাত্রীদের বিকল্প উপায়ে ফ্লাইট দেওয়ার চেষ্টা করবে রেইনার। না হলে তাদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে। ফ্লাইট বাতিলের ফলে প্রায় ২২ মিলিয়ন পাউন্ড এবং যাত্রীদের ফ্রি ফ্লাইট ভাউচার বাবদ আরো প্রায় ২২ মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতি হবে রেইনারের। এদিকে রেইনার এয়ারলাইন্সের চীফ এক্সিকিউটিভ মাইকেল ও’ ল্যারি জানিয়েছেন, প্রায় আড়াই হাজারের বেশি পাইলট ওয়েটিং লিস্টে আছেন জবের জন্যে। আগামী বছরের মে মাসের ভেতরে প্রায় প্রায় ৬৫০ জন নতুন পাইলট নিয়োগ করা হবে।
Ryanair will cancel another 18,000 flights
Ryanair will cancel another 18,000 flights between November and March, affecting the travel plans of another 400,000 passengers.
It will fly 25 fewer planes to cut the risk of further flight cancellations.
More than 30 routes will be suspended this winter, including Stansted to Edinburgh and Glasgow, Gatwick to Belfast and Newcastle to Faro.
Earlier this month the Irish airline cancelled up to 50 flights a day through to the end of October.
Those passengers affected by the move will be offered alternative flights or full refunds.
They will also be offered vouchers of 40 euro (£35) one way or 80 euros return towards on alternative flights on top of any refund.
Ryanair said passengers affected by the cancellations up to the end of next month have been sent emails advising them of the flight changes.
The airline has blamed the summer cancellations on “messing up” pilot holiday rosters and again denied it had a pilot shortage.
“In the current year less than 100 of over 2,000 captains left Ryanair (mainly retirements or to long haul airlines) and less than 160 F.O’s [first officers] who have mainly left to join long haul airlines,” it said.
It added that it had more than 2,500 pilots on a waiting list and had offered jobs to over 650 new pilots who would be employed by May next year.
In addititon, ten days after saying it was preparing to buy the Italian carrier Alitalia, it today announced that it was dropping its bid in order to “eliminate all management distractions”.
The airline also said the total cost of the flight cancellations to date was less 25m euros (£22m) and expected the cost of the free flight vouchers would be less than £22m.