প্রিন্স হ্যারির বিয়েতে দাওয়াত পেলেন বাঙালী কিশোরী মারিয়াম চৌধুরী

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং মার্কিন মডেল ও অভিনেত্রী মেঘান মর্কেলের বিয়ের রাজকীয় অনুষ্ঠান হবে আগামী ১৯মে। রাজকীয় এই বিয়েটি এবার সম্পূর্ন ব্যতিক্রম হচ্ছে। এই বিয়ের অতিথির তালিকায় নেই বিশ্বের শক্তিধর রাজনীতিবিদরা। বরং আছেন ইউকের বিভিন্ন কমিউনিটির একেবারে অতিসাধারণ মানুষ। সাধারণ কাতারের প্রায় ১২শ অতিথির মধ্যে রয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়ে মারিয়াম চৌধুরী। ২০১৬ সালে চ্যারিটি ওয়ার্কের স্বীকৃতি হিসেবে দ্যা প্রিন্সেস ডায়ানা এওয়ার্ড অর্জন করেন। বিয়েতে দ্যা ডায়ানা এওয়ার্ড বিজয়ী ৭জনকে দাওয়াত দেওয়া হয়েছে। এর মধ্যে মারিয়াম একজন। সোয়াসের ছাত্রী মারিয়াম জানালেন, তাদেরকে আগের দিন এক সঙ্গে উইন্ডসর ক্যাসলের পাশে একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। পরদিন তারা বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রিন্স হ্যারির বিয়ের দাওয়াত প্রাপ্ত মারিয়াম চৌধুরীর সঙ্গে কথা বলে চ্যানেল এসের জন্যে রিপোর্ট করেছিলেন কামাল মেহেদী। ব্রিটবাংলার পাঠকদের জন্যে চ্যানেল এসের রিপোর্টটি এখানে তুলে দেওয়া হলো। নিচের লিঙ্কে ক্লিক করলে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন:

Advertisement