ব্রিটবাংলা রিপোর্ট : পাকিস্তানী একটি পরিবারের চার সদস্য মিলে ১৬ বছরের এক বাঙালী কিশোরকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। পাকিস্তানী ওই পরিবারের মেয়ের সঙ্গে প্রেমই ছিল বাঙালী কিশোরের অপরাধ। তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে মারধর করে ওই মেয়ের বাবা এবং তার পরিবারের অন্য সদস্যরা। লেঙ্কারশায়ার ক্রাউন কোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
আদালত জানিয়েছে, বাঙালী কিশোর ল্যাঙ্কাশায়ারের ব্লেকবার্ন ল্যাঙ্কসের বাসিন্দা। সে প্রেস্টনের এক পাকিস্তানী মেয়ের সঙ্গে প্রেম করছিল। তাদের প্রেমের রোমাঞ্চকর একটি মুহুর্ত দেখে ফেলেন মেয়ের চাচা গজনফর আলী মির্জা। তিনি তাৎক্ষনিকভাবে মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যান। ভাতিজিকে নামিয়ে দিয়ে এসে বাঙালী কিশোরকে গাড়িতে তুলেন তিনি। তাকে নিরব একটি জায়গায় নিয়ে টেলিফোনে গজনফর মির্জা মেয়ের বাবা এবং আরো দুই স্বজনকে ডাকেন। এমনকি তাদেরকে অস্ত্র নিয়ে আসার কথাও বলেন। এসময় জোর করে তারা ওই কিশোরের মোবাইলে ওই মেয়ে এবং বাঙালী কিশোরের মধ্যে প্রেমের বার্তা আদান/প্রদানের প্রমাণ বের করেন। এরপর তারা চারজনে মিলে বাঙালী কিশোরকে ব্যাপক মারপিট করেন। মাটিতে ফেলে তার মাথাসহ শরীরে ভিবিন্ন অঙ্গে লাথি মারা হয়েছে। তাদের কেউ কেউ তাকে মেরে ফেলতে চেয়েছিলেন বলেও আদালতে তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি সেলুনের পাশে ফেলে যায় ওই মেয়ের স্বজনরা। এখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় ১৬ বছরের বাঙালী কিশোরকে।
বর্তমানে সে সব সময় ভীত অবস্থায় একা ঘরে থাকে। আগের মতো সে একা বের হতে বা স্কুলে যেতে ভয় পায়।
প্রেমের দায়ে বাঙালী কিশোরকে মারধরের অভিযোগ প্রমানিত হওয়ায় শুক্রবার লেঙ্কাশায়ার ক্রাউন কোর্টে পাকিস্তানী বংশোদভূত ওই মেয়ের বাবা মির্জা বেগ, ভাই খিজুম, কাজিন সাকিব এবং চাচা গজনফর আলী দোষী সাব্যস্ত হয়েছেন। গত শুক্রবার আদালতে তার দোষ স্বীকার করেন। আগামী সপ্তাহে তাদের সাজার মেয়াদ ঘোষনা করবে আদালত।
Bengali boy ‘honour’ beating by Pakistani family
A SCHOOLBOY was abducted and brutally attacked in an honour beating by a Pakistani gang because he was dating a girl from their family, a court heard.
The Bengali lad, 16, was repeatedly kicked in the head and hit with weapons as his attackers shouted: “Don’t mess with our blood – find someone of your own kind”.