সিলেট অফিস :: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী সরকার তাদের ফ্যাসিবাদী শাসন ধরে রাখতে দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে প্রভু রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে ফরমায়েসী সাজা ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সাজাপ্রাপ্ত দাগী সন্ত্রাসী, ফাসির আসামীরা জামিনে মুক্তি পেলেও স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে মুক্তি দেয়া হচ্ছেনা। আদালতের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। তাই রাজপথের তীব্র আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দৃঢ় শপথ নিতে হবে।
তিনি শনিবার বিকেলে সিলেট বিভাগীয় বিএনপির ২০১৭ সালের সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় বিভাগের চারটি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী,বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দীকি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেনু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ও দরুদ আহমদ, হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস.এম বজলুর রহমান প্রমূখ।