ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই বাক-প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া সালথা উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি দুর্ঘটনায় মারাত্মকভাবে দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার দুপুর ১টার দিকে বোয়ালারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বৈদিবাড়ী রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মারা যায় দুই বাকপ্রতিবন্ধী যুবক। নিহতেরা হলেন মিঠু শেখ ও জাকারিয়া। তাদের বাড়ি বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রাম ও গুনবহায়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন আরেক প্রতিবন্ধী যুবক জাহিদ মিয়া।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রেললাইন ধরে তিন বাক প্রতিবন্ধী যুবক হেটে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এদিকে, ফরিদপুরের সালথায় ইজিবাইক ও মোটরসাইকেল চাপায় মুস্তাবিন বিল্লাহ আফ্রিদি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা ১২টার দিকে ফরিদপুর-সালথা সড়কের নারানপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মেহেদী হাসান মাহি নামের এক যুবক আহত হয়। নিহত আফ্রিদির বাড়ি মাগুড়ার মোহাম্মদপুর থানা দিঘা ইউনিয়নের নাগরা গ্রামে।

Advertisement