ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে নিষিদ্ধ আফগান কোচ

ব্রিট বাংলা ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ঘরোয়া কোচ নূর মোহাম্মদ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শাপাগিজা টুর্নামেন্টেই জাতীয় দলের এক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন নূর মোহাম্মদ। সেখানে বেশ কিছু ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আসে তার মাধ্যমে। সেই ক্রিকেটারটিই পরে বিষয়টি এসিবিকে জানায়।

এসিবি অবশ্য সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। তবে এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় নূর মোহাম্মদকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

নূর মোহাম্মদ মূলত কাপিসা প্রদেশের ঘরোয়া টিমের সহকারী কোচ। এছাড়া হামপালানা প্রাইভেট একাডেমিরও পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করে আসছিলেন।

ম্যাচ ফিক্সিংয়ের কারণে তিন মাস আগেই ছয় বছরের জন্য নিষিদ্ধ হন আফগান জাতীয় দলের তারকা ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান শফিকুল্লাহ শাফাক।

Advertisement