ফিট থাকো, পারফর্ম করো, জাতীয় দলের দরজা উন্মুক্ত, আমিরকে মিসবাহ

প্রচণ্ড মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও দলে বৈরি পরিবেশের অভিযোগ তুলে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকে। যা নিয়ে অবসর পরবর্তী সময়ে সমালোচনা শুনতে হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও আমিরকে ছেড়ে কথা বলেননি। যদিও নিজের সেই ভাবনা থেকে সরে এসেছেন এই পাকিস্তানি পেসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পিএসএলের দ্বিতীয় পর্বের আগে তাঁর বাড়িতে এসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। তাঁর সঙ্গে অবসর নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সব ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন।এবার আমিরের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে বলে জানালেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হকও। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, আমির ইনজুরির কারণে এবং পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিল এবং পরে সে অবসর ঘোষণা করে। যদি সে তার অবসর ফিরিয়ে নেয় এবং ভাল পারফরম্যান্স করে, তবে অন্য খেলোয়াড়দের মতো দলে ফিরে আসার জন্য তাঁর জন্য দরজা উন্মুক্ত। তার সাথে আমার কোনও ব্যক্তিগত সমস্যা নেই, যা আমি আগেও বলেছি।’

মিসবাহ আরো বলেন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম এবং পরে কোচ হয়েছি তখন সে ফিরে এসেছিল। গত বছর, কিছু পারিবারিক সমস্যার কারণে সে আমাদের সাথে ইংল্যান্ডে ভ্রমণ করতে পারছিল না তবে তা সমাধান হওয়ার সাথে সাথে আমরা তাকে ততক্ষণাত দলে অন্তর্ভুক্ত করেছি। আমি জানি না কেন এই সমস্যাটি তৈরি করা হয়েছে এবং আমির কেন এমনটি ভাবে। আমরা যদি থাকি, সেও ভাল পারফরম্যান্স করে এবং দলকে তার প্রয়োজন হয়, সে নির্বাচনের জন্য বিবেচিত হবে। অতীতে যা ঘটেছিল আমি সে সম্পর্কে ভাবি না।’

Advertisement