ফিরে এসো বেলাল ভাই

:সংবাদ কর্মী সরওয়ার কবীরের ভালোবাসা:

শাহাব উদ্দিন আহমদ বেলাল

সাবেক কাউন্সিলার, সাংবাদিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি আমাদের আপনজন, আড্ডার সাথী, আত্মার আত্মীয়।
বেলাল ভাই হাসপাতালের বিছানায় আজ ২৪ দিন। বিছানায় শুয়ে শুয়েই কাটছে তাঁর সময়।

২৪ দিন তাঁর অনলাইন পত্রিকার কোন আপডেট নাই।

তার স্বজন, সাথীরা মিস করছে তাঁকে খুব।

সপ্তাহের সোমবার সারাদিন তাঁর কটাতো পত্রিকা অফিসে। নাওয়া, নেই, খাওয়া নেই।

ল্যাপটপ নিয়ে বেলাল ভাই ব্যস্ত।

কি যেনো করছেন। হই, হুল্লোড় আর আড্ডা।

বুধবার সারাদিন বেলাল ভাই ব্যস্ত, জনমত পত্রিকায় তাঁর রাতের পর রাত নামের কলামটি লিখা নিয়ে।

নীলা আর অপুকে নিয়ে তাঁর লেখা এ যেনো শেষ হওয়ার নয়।

বৃহস্পতিবার ভোর রাত হতো ফিরতে ফিরতে তার।
শুক্রবার, শনিবার মঙ্গলবার, বুধবার কোনবার নেই যে তিনি পত্রিকা অফিসে আসতেন না।

সকাল নেই, সন্ধ্যা নেই বেলাল ভাই আসছেন, যাচ্ছেন। বেলাল ভাই আজ দীর্ঘদিন থেকে শারীরিক দুর্বলতায় ঘর থেকে বের হতে পারছেন না।

২৪ দিন হাসপাতালে।
তাকে দেখতে প্রতিদিনই হাসপাতালে ভিড় জমাচ্ছেন শুভার্থী, শুভানুধ্যায়িরা।

উদ্বিগ্ন সকলেই।
তাঁকে মিস করছি খুব। এখনও তাঁর বাকি রয়ে গেছে অনেক কিছু।

তাঁর অপেক্ষায় স্বজন, সাথী, শূভার্থীরা। কায়মানোবাক্যে আমাদের প্রার্থণা তিনি যেনো তাড়াতাড়ি সুস্থ হন।

ফিরেন আবার সুস্থ সবল হয়ে।

Advertisement