ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও দেশটির চেন্সেলর ‘আইসোলেশনে’ যাচ্ছেন। এক বৈঠকে করোনা আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের সংস্পর্শে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিবিসি এ খবর জানায়।সাজিদ জাভিদের করোনা শনাক্ত হয় শনিবার। এর আগের দিন তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনসহ যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।স্বাস্থ্যমন্ত্রীর করোনা শনাক্ত হওয়ার পর আইসোলেশনে যাওয়ার জন্য বরিস জনসন ও চেন্সেলরের ওপর চাপ বাড়তে থাকে। বিশেষ করে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি বিষয়টি নিয়ে বরিস জনসনের কঠোর সমালোচনা করে। তারা বলেছে যে, তাদের জন্য সরকারের এক নীতি আর অন্যদের জন্য আরেক নীতি। এর জেরে শেষ পর্যন্ত তারা আইসোলেশনে যেতে বাধ্য হলেন।
Advertisement