করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পর আবারও সৌদি আরবের মদিনা, কুয়েত ও নেপালের কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগামী ৯ অক্টোবর ঢাকা-কাঠমান্ডু এবং ১০ অক্টোবর ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চালু হবে।তিন রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা আসায় যাত্রীরা এখন থেকেই টিকিট কাটতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের সেলস সেন্টার ও কল সেন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ২০২০ সালে মে থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। কাছাকাছি সময়ে বন্ধ হয় কাঠমান্ডু ও মদিনা রুটের ফ্লাইট।
Advertisement