ব্রিট বাংলা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে তাকে (আখতারুজ্জামান) যেকোনো সময় দায়িত্ব থেকে অব্যাহিত দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হওয়ায় উপাচার্যের দায়িত্ব পাওয়া আখতারুজ্জামান সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদে বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে নিয়োগ দেয়া হয়েছে। গত জুন থেকে বিশ্ববিদ্যালয়টির ভিসির চলতি দায়িত্ব পালন করে আসছেন তিনি।
উল্লেখ্য গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে তিন সদস্যের ভিসি প্যানেল চূড়ান্ত হয়। এই তিনজনের মধ্য থেকে একজন বিশ্ববিদ্যালয়টির পরবর্তী ভিসি হিসেবে নিয়োগ পাবেন বলে জানানো হয়।
প্যানেলে থাকা তিন শিক্ষক হলেন- বর্তমান ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট) এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল (দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ)।
এরা সবাই বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত নীল দলের মাধ্যমে মনোনয়ন পান।
এ প্যানেল থেকেই ড. আখতারুজ্জামানকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ভিসির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হন। গত জুলাই মাসে তিনি দি এসোসিয়েশন অব কমনওয়েল্থ ইউনিভার্সিটি (এসিইউ)-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। দেশ-বিদেশে প্রকাশিত বিভিন্ন জার্নালে তার ৪২টি গবেষণামূলক প্রবন্ধ রয়েছে। অনন্য সাধারণ গবেষণার জন্য ২০০৮ সালে তিনি ‘বিচারপতি ইব্রাহিম স্বর্ণপদক’ লাভ করেন।