ব্রিট বাংলা ডেস্ক :: বলিউড অভিনেত্রী দিশা পাটানি মানেই নেটদুনিয়ায় বিস্ফোরণ। একটি বিজ্ঞাপণের মধ্যে দিয়ে গ্ল্যামার দুনিয়ায় তার আত্মপ্রকাশ। তারপর অবশ্য পথচলা বেশ সহজ হয়ে যায় তার। এন্ট্রি নেন বলিউডে। ইন্সটাগ্রামেও তার ভক্ত সংখ্যা চমকে যাওয়ার মতন। এই মুহূর্তে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে। তবে সেসব বাদ দিলেও মাঝেমধ্যেই ভক্তদের জন্য কিছু না কিছু উপহার রাখেন তিনি। বিকিনি ছবি তো রয়েইছে।
খুব শীঘ্রই স্ক্রিনে আদিত্য রায় কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দিশা পাটানিকে। আগামী ৭ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘মালাঙ্গ’-এর। ছবির সেটের একটি পুরনো ছবি রবিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিশা। লাল বিকিনি পড়া এ ছবির মাধ্যমে ফের ঝড় তুলেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল দিশার বিকিনি পরিহিত এ ছবি। মোহিত সুরীর আসন্ন অ্যাকশন-থ্রিলার ‘মালাঙ্গ’-এ দেখা যাবে দিশা পাটানিকে। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে নায়িকা জানিয়েছেন, ছবিটির একটি গানের জন্য ভাঙা হাঁটু নিয়েই রিহার্সাল করতে হয়েছে তাকে।