ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে থাপ্পড় মারা যুবক ড্যামিয়েন ট্যারেলকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির স্থানীয় এক আদালত। বৃহস্পতিবার অভিযুক্ত ট্যারেলকে প্রথমে ১৮ মাসের দণ্ড দিলেও পরে তার ১৪ মাসের সাজা স্থগিত করা হয়। ফলে প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সাজা হিসেবে চার মাস কারাগারে থাকতে হবে তাকে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে- ঘটনার পর থেকেই পুলিশি হেফাজতে থাকা ট্যারেলের ওই কাজকে একজন প্রসিকিউটর ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’এবং ‘স্বেচ্ছায় ঘটানো সহিংসতা’ বলে মন্তব্য করেন।গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ড্রোম এলাকা পরিদর্শনে যান ম্যাক্রন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে ‘হ্যান্ডশেক’ করতে ব্যারিকেডের কাছাকাছি যান। সেখানে উপস্থিত ট্যারেল আচমকা সজোরে থাপ্পড় বসিয়ে দেন তার গালে। সঙ্গে সঙ্গে ম্যাক্রনকে সরিয়ে নেয়া হয় এবং আটক করা হয় ওই যুবককে।ট্যারেল আদালতে জানান, ম্যাক্রন ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কয়েকদিন আগে থেকেই তার দিকে ডিম অথবা ক্রিম ছুড়ে মারার পরিকল্পনা করেছিলেন। তবে থাপ্পড় মারার বিষয়টি তার পূর্বপরিকল্পনায় ছিল না। বিএফএম টিভির সূত্রমতে, আদালতে ট্যারেল বলেছেন, “আমি মনে করি, ম্যাক্রন খুব স্পষ্টভাবে আমাদের দেশকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন।আমি যদি ম্যাক্রনকে দিনের আলোয় মল্লযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতাম, মনে হয় না তিনি রাজি হতেন।”