ফ্রান্সে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোহা. আব্দুল মালেক হিমু, প্যারিস- ফ্রান্স : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ফ্রান্সে পালন করা হলো অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে প্যারিসের মেট্রো হোস হলো অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ । এ সময় ফ্রান্স আওয়ামী লীগ সহ কয়েকটি সামাজিক সংগঠন পুষ্পস্তবক অপর্ণ করে ।


দিনে একুশের সবচেয়ে বড় আয়োজন ছিল আইফেল টাওয়ারের পাদদেশে । সেখানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে একুশ উদ্‌যাপন পরিষদ ফ্রান্স। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে তারা এ দিবসটি পালন করে আসছে। বিকাল তিনটায় ফ্রান্সে বাংলদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন শহিদ বেদিতে ফুল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় একুশে উদযাপন পরিষদ, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, স্বরলিপি শিল্পীগোষ্ঠী, বিজনেস ফোরাম ফ্রান্স, প্যারিস বার্তা, বনানী গ্রুপ, বাংলাদেশ ইয়ুথ ক্লাব, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন, মাদারীপুর জেলা বাসী, প্যারিস ক্রিকেট ক্লাব, প্যারিস বাঙ্গালী, উত্তর বঙ্গ সমিতি, ফ্রেন্ডশীপ গ্রুপ, মুন্সিগনজ বিক্রম পুর অ্যাসোসিয়েশন, রংপুর বিভাগ সমিতি, বাউল মেলাসহ প্রায় অধর্শত বাংলাদেশি সংগঠন। সব বয়স আর শ্রেণি-পেশার মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ। বিভিন্ন দেশের নাগরিকদেরও বেদিতে ফুল দিতে দেখা যায়।

আয়োজক একুশে উদ্‌যাপন পরিষদের প্রধান টি এম রেজা বলেন, “একুশে উদ্‌যাপন পরিষদ সবার সহযোগিতায় কয়েক বছর ধরে প্যারিসের আইফেল টাওয়ার সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে একুশ উদ্‌যাপন করে আসছে। আগামীতে ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার নির্মিত হবে। সেখানে আরও বড় পরিসরে একুশ উদ্‌যাপন করা হবে।”

এ ছাড়া উদীচী সংসদ ফ্রান্স ওভারভিলায়, প্যারিসের রিপাবলিক চত্বরে সম্মিলিত একুশ উদযাপনের ব্যনারে আয়োজন করে পুষ্পস্তবক অর্পণের । প্যারিসের বাহিরে তুলুজ শহরে আয়োজন করা হয় অমর একশে । সেখানে আয়োজক তুলুজ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন, তারা শিশুদের চিত্রাঅঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ।

এদিকে, বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিকাল সাড়ে ৫টায় দূতাবাসের কর্মকর্তারা অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে ইউনেস্কোতে আমার ভাষা,আমার সম্পদ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে বক্তব্য রাখেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলাই ।

Advertisement