ফ্রান্সে মসজিদে উগ্রবাদী রাজনীতিবিদের গুলিতে আহত ২ মুসল্লি

ব্রিট বাংলা ডেস্ক :: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মসজিদের বাইরে কট্টর ডানপন্থী উগ্রবাদী এক রাজনীতিবিদের এলোপাতাড়ি গুলিতে দুই মুসল্লি গুরুতর আহত হয়েছেন।

ওই ঘটনার পর বিকারগ্রস্ত ৮৪ বছর বয়সী ওই সন্দেহভাজনকে বেয়োন্নে শহরে তার বাড়ির কাছ থেকে আটক করা হয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ফ্রান্সের বেয়োন্নে শহরে একটি মসজিদে আগুন লাগানোর চেষ্টাকালে ওই ব্যক্তিকে বাধা দেন দুই মুসল্লি।

এতে ক্ষেপে গিয়ে সত্তরোর্ধ্ব দুই মুসল্লির ওপর হামলা চালায় ওই বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওই মুসল্লিরা। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ আরও জানায়, হামলার পর পালিয়ে যাওয়ার সময় ওই বন্দুকধারী একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেন।

এদিকে মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন।

বিকারগ্রস্ত ওই রাজনীতিবিদ ২০১৫ সালে স্থানীয় নির্বাচনে ম্যারিন লা পেন্স নামে কট্টর ডানপন্থী দলের প্রার্থী হয়ে লড়াই করে ১৮ শতাংশ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।

Advertisement