কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে ফ্রেন্ডস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গত ১৭ ই ডিসেম্বর স্থানীয় বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মেধা বৃত্তি পরীক্ষা।
এতে ভুকশিমইল ইউনিয়নের বিভিন্ন স্কুলের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির প্রায় ১৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মেধা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সাইদুর রহমান, প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয়।
আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মেধা বৃত্তি পরীক্ষা সুন্দর ভাবে সমাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে ফ্রেন্ডস্ ওয়েলফেয়ার এসোসিয়েশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় সর্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রবাসী সদস্য বৃন্দ তাদের অবদানের জন্য সুন্দর আয়োজন সফল হয়েছে বলে জানান আয়োজক নেতৃবৃন্দ।
আগামী কিছু দিনের ভিতরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ও পুরুস্কার বিতরনী করা হবে।
ফ্রেন্ডস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
Advertisement