ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের উদোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং মরহুম মাহমুদ উস সামাদ চৌধূরী এমপির মৃতুতে ভার্চ্যুয়াল শোক সভা

মরহুম মাহমুদ উস সামাদ চৌধূরী এমপির মৃত্যুতে শোক সভা এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। ইউকে এডভাইজারী কমিটির প্রেসিডেন্ট এম শামস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ জামাল ও জয়েন্ট সেক্রেটারী মনসুর আহমদ খানের যৌথ পরিচালনায় সদ্য প্রয়াত এমপি স্মরণে দোয়া পরিচালনা করেন হাফিজ নাহমাদ মিছবাহ। মরহুমের জীবনের উপর আলোচনা ও তাঁর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন ব্রেনট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, চেয়ারম্যান মাহমাদুর রশীদ, সিনিয়র ভাইস চেযারমান ডা. আলাউদ্দিন আহমদ, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, মানিক মিয়া, এস আই আজাদ আলী, শাহজাহান আলী, গোলাম রব্বানী রুহি আহাদ, এনায়েত খান, নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, আবদাল মিয়া,মোঃ মুসলেহুজ্জামান, এখলাছুর রহমান আলী, শেখ ফারুক আহমদ, কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, মুহাম্মদ ইছবাহ উদ্দিন এবং চ্যানেল এস এর চেয়ারম্যান ও মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির ছোটভাই আহমদ উস সামাদ চৌধুরী জেপি। তিনি তার ভাই সিলেট ৩ আসন অর্থাৎ এলাকার উন্নয়নে যে ভুমিকা রেখেছেন তার অসমাপ্ত কাজগুলো তাদের পরিবারের পক্ষে সরকারের একান্ত সহযোগিতায় করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি তাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।। সভার শেষে সিলেটে অনুষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এজিএম এর কিছুটা বিবরণী দেন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে সেক্রেটারী মিছবাহ জামাল পাশাপাশি স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে স্বরচিত কবিতা “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” আবৃত্তি করেন তিনি।
ভার্চ্যুয়াল অনুষ্ঠানে আগামীতে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সকল কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Advertisement