ব্রিট বাংলা ডেস্ক :: বগুড়ায় পর্নোগ্রাফি ব্যবসায়ী ১৬ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দুপুরে শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল ওয়াহাব, রাসেল আহম্মেদ,সাদেকুর রহমান, রাকিব হোসেন, সামিউল ইসলাম, মানিক, রিপন, এনামুল, রাসেদ, নুর আলম, সোহাগ, বাপ্পী, জিহাদ ও মেহেদী।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮টি হার্ডডিক্স, ১৬টি মোবাইল সেট ও ৩০টি সিমকার্ড জব্দ করা হয়। তারা দীর্ঘ দিন ধরে পর্নোগ্রাফির ব্যবসা করে আসছিল।
Advertisement