বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে তাঁর দপ্তরে পহেলা ফেব্রুয়ারী, সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

১. ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার ”। বইটি লিখেছেন — শেখ হাসিনা ।
২. ” জয় বাংলা  সাক্ষাৎকার ১৯৭০– ১৯৭৫ ”।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সাক্ষাৎকারের সংকলন।

প্রথম বইটি সম্পাদনায় কাজ করেছেন নুরুল ইসলাম নাহিদ।
শেখ হাসিনা বইয়ের ভূমিকায় লিখেছেন  ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ বইটি প্রকাশের শুরু  থেকে শেষ পর্যন্ত সম্পাদনায় সহযোগিতা করেছেন লেখক, রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর  সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি”।

দ্বিতীয় বইয়ের ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ  ও পিয়াস মজিদ।
বই দুটি প্রকাশ করেছেন হুমায়ুন কবির,  চারুলিপি প্রকাশন।

Advertisement