ব্রিট বাংলা ডেস্ক :: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ নিয়ে একটি টুইট করেন তিনি। এতে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এবং বাংলাদেশের জনগণকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধুর বিষয়ে তিনি বলেন, নিজের জীবন ও কাজের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিশ্বের কাছে এক অন্যন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
Advertisement