ব্রিট বাংলা ডেস্ক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ডে হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করতে গিয়ে লন্ডন সফররত বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি মহাকাব্য।
সারাবিশ্বের নিপীড়িত মানুষের উৎসাহ আর উদ্দীপনা যুগিয়েছে এ ভাষণ।
১৯৭১ সালে বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি বাঙালিকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এ ভাষণের মাধ্যমে।
বাঙালি জাতি তাঁর এ ভাষণে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।
৪ ডিসেম্বর, পূর্ব লত্তনের দ্যা অট্রিয়াম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।তিনি বলেন, একটি মাত্র ভাষণ একটি রাষ্ট্র সৃষ্টি করতে পারে তার প্রমাণ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।
এই ভাষণ সারাবিশ্বের নিপীড়িত, নির্যাতিত মানুষকে উজ্জীবিত করেছে।
যুক্তরাজ্য ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ক্রীড়াবিদ নঈমুদ্দিন রিয়াজ ও সাংবাদিক উর্মি মাজহারের পরিচালনায় নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পাওয়ার মধ্যদিয়ে বিশ্ব দরবারে বাঙালি জাতি আবারো উস্চ্চ আসনে অধিষ্টিত হলো।
অনুষ্ঠানের প্রথম পর্বে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়।
এর পরে সমবেত কণ্ঠে জাতীয় সষ্ফীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা।দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পি আলাউর রহমান,
গৌরি চৌধুরী, শাহনাজ সুমি, সালমা আক্তার, আবৃত্তিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মুনীরা পারভীন, নাজরাতুন নাঈম, নজরুল ইসলাম অকিব, নজরুল ইসলাম প্রমূখ।
সভায় ছিলো বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ওগান ।
বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা শামসুদ্দিন খান, কমিউনিটি নেতা জালাল উদ্দীন, সৈয়দ মোজাম্মেল আলী, শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, মারুফ চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, আসম মিসবাহ, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, কবি মুজিবুল হক মনি, হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলার নুর মিয়া, সাবেক মেয়র সেলিম উল্ল্যাহ , আলতাফুর রহমান মোজাহিদ , আনহার মিয়া, কয়েস চৌধুরী, নাজিম উদ্দিন, রবীন পাল, এস এম সুজন মিয়া, কাওসার চৌধুরী খসরু জামান খসরু, লুতফুর রহমান ছায়াদ, খালেদা কোরেশি, হুসনে আরা মতিন, আনজুমান আর অঞ্জু, মুসলিমা শামস বনি, মল্লিক শাকুর ওয়াদুদ, মোবারক আলী, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, সৈয়দআজিজুর রহমান শামীম, নজমুল ইসলাম, আব্দুল কাদির মোরাদ, জামাল খান, সাজ্জাদ মিয়া, মোফাজ্জিল খান, মদরিছ আলী, হান্নান মিয়া, শাহ তোফায়েল আহমদ, সায়েদ আহমদ সাদ, শামসুল ইসলাম বক্স, শামীম আহমদ, এলিস চৌধুরী, তারেক আহমদ, ফয়সল হোসেন সুমন, মইনুল হক, আমিনুল হক জিলু, মাহববুব আহমদ, বাবুল খান, জুবায়ের আহমদ, আনোয়ারুল ইসলাম, মাহমুদ আলী, শেখ শহীদ, ফরহাদ আহমদ, জাবিস জিম্মাদার, সৈয়দ জামিল, সৈয়দ তারেক আহমদ,এমএ আলী, সিজিল মিয়া, এমএ সালাম, শিপন কোরেশী, ইয়াসমীন সুলতানা পলিন, সাজিয়া স্নিগ্ধা, নাজামা আক্তার, আকিক খান, আব্দুল বাছির, সারওয়ার কবির, নাজমুল ইসলাম ইমন প্রমূখ।