বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন- মনসুর আহমেদ এবং তার অন্যতম সহযোগী মো. মহসিন চৌধুরী।আজ বুধবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই জনের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট আশেক ইমাম প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন দলিল ও ডিজিটাল ফুটপ্রিন্ট উদ্ধার করা হয়। আদালত সূত্র জানায়, আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রে পাঁচ থেকে সাত জন সদস্য রয়েছে। চক্রের মূলহোতা মনসুর। চক্রটি বিগত প্রায় তিন বছর ধরে বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতারিত করে আসছিল।
বঙ্গবন্ধু পরিবারের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজন রিমান্ডে
Advertisement