ব্রিট বাংলা ডেস্ক :: বর্ষসেরা আর্চার নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের রোমান সানা। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১০-এ থাকা রোমানের নাম উঠেছে দুটি ক্যাটাগরিতে- রিকার্ভ একক ও ব্রেকথ্রু আর্চার।
রিকার্ভ এককে রোমানের সঙ্গে রয়েছেন মাত্র চারজন- ব্র্যাডি উইলসন (যুক্তরাষ্ট্র), লি উ সিউক (কোরিয়া), খাইরুল আনোয়ার (মালয়েশিয়া) এবং মাউরো নেসপলি (ইতালি)। আর বর্ষসেরা কোচ ও ব্রেকথ্রু আর্চারের সংক্ষিপ্ত তালিকায় রোমানের সঙ্গী হয়েছেন জেমস লুৎজ (যুক্তরাষ্ট্র), আন সান (কোরিয়া), ভ্যালেন্টিনা অ্যাকোস্টা (কলম্বিয়া), আন্দেরস ফগস্ট্যাড (নরওয়ে) এবং অ্যালেক্স রুইজ (যুক্তরাষ্ট্র)।
৮ই ফেব্রুয়ারি ইনডোর আর্চারি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালের সময় ঘোষণা করা হবে বর্ষসেরা আর্চারের। জানুয়ারি মাসজুড়ে চলবে ফ্যান ভোটিং। তাদের ভোট আর বিশ্ব আর্চার ফেডারেশন কর্তৃক নিয়োগকৃত বিশেষজ্ঞদের ভোটের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী।