বহরগ্রামের যুব সমাজকে ক্রীড়াঙ্গনের দিকে ফেরাতে জনমঙ্গল সমিতি কাজ করে যাচ্ছে

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলার গোলাপ গঞ্জের বহরগ্রামে ১৯৬৬ সালে গড়ে উটা একমাত্র সামাজিক সংগঠন জনমঙ্গল সমিতি বহরগ্রাম গ্রামের যুব সমাজকে সুসংগঠিত করে সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছে।

জনমঙ্গল সমিতি বহরগ্রাম মানবিক এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে বহরগ্রামের যুব সমাজকে ক্রীড়াঙ্গনের দিকে ফেরাতে জনমঙ্গল সমিতি প্রতিনিয়ত কাজ করে যাছে এবং সফলতার মুখ দেখছে।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে জনমঙ্গল সমিতির বহরগ্রাম নব জাগরণের এক প্রশস্ত পথের সন্ধান যুগিয়েছে। জনমঙ্গল সমিতির বহরগ্রাম  ক্রীড়াঙ্গনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।আর এরই ধারাবাহিকতায় গত ২২শে ফেব্রুয়ারি রোজ শনিবার শুরু হয়েছে বহরগ্রাম প্রিমিয়ার লিগ।

খেলাটি উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমক ভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফখরুল ইসলাম আছকির, সাবেক চেয়ারম্যান ৫নং বুধবারি বাজার ইউনিয়ন, জনাব হাজী ডাঃ মোঃ আমুদ মিয়া, হাজী মোঃ আব্দুল মুকিত, জনাব রফিক উদ্দিন মাসুক, সভাপতি, জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে, জনাব জবরুল ইসলাম লনি সাবেক সভাপতি, জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে, বর্তমান  ট্রেজারার গোপালগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট,  জনাব হাজী মুস্তাকুর রহমান সভাপতি ৫নং বুধবারি বাজার আওয়ামী লীগ, রুহেল আহমদ রিপন সভাপতি জনমঙ্গল সমিতি বহরগ্রাম, মোঃ জামিল আহমেদ সাবেক সভাপতি জনমঙ্গল সমিতি বহরগ্রাম, জনাব জামাল অলিদ সাবেক সাধারণ সম্পাদক জনমঙ্গল সমিতি বহরগ্রাম। মোঃ শাহিন রহমান এর পরিচালনায় এ জাকজমক পুর্ন অনুষ্ঠানটি অনুষ্টিত হয়। এতে মোট ৫টি দল অংশ গ্রহন করে। এসময় আরো উপস্তিত ছিলেন মিলাদ, তুলন, আলিম, হিরু, জুবায়ের, সাইদুল, সরোওয়ার, এসোন, আফজল, জাকির, রেজওয়ান, শাহরিয়ার, রায়য়ান, শায়ন, জাকারিয়া, ফাহিম, মনসুর, মনজুর, লিটন, সুজন, সুলতান, জয় বিন হান্নান, সহ প্রতিটি দলের সকল খেলোয়ার এবং কর্মকর্তাবৃন্দ ।

Advertisement